ইচ্ছে -
এইচ বি রিতা
Published on: মে 11, 2012
কখনো কখনো ইচ্ছে করে,
সম্পর্কের শিকল ভেদ করে
স্বৈরী উষ্ণতা মাখাই সারা গায়ে।
ইচ্ছে করে,
দায়িত্বের কাঠদেয়ালে লাত্থি মেরে
শৃঙ্খলতার কপাট খুলে দেই।
সীমাবদ্ধতার বিধি লঙ্ঘন করে
ইচ্ছে করে হেঁটে যাই অজানার পথে।
ইচ্ছে করে,
ভরা পূর্ণিমায় কারো হাত নয়, নিঃশ্বাস টেনে ধরি
দু’হাত ভরে আলো কুঁড়াই,
তারপর উড়িয়ে দেই বাতাস তরঙ্গে
মৃত ইচ্ছে শক্তিগুলোকে জাগিয়ে তুলি;
আঙ্গুলের ডগায়
তারপর বর্বরতায় মাতি একটি বার
অশ্লীল অবাধ্য শরীরি খাঁজের উদ্দ্যম নৃত্যে
পৃথিবী তলিয়ে যাক
ভেঙ্গে পড়ুক রীতি-কুসংস্কারে বেষ্টিত পরিবার
সমাজ উগরে দেক দূষিত বীর্য
ইচ্ছে করে,
গলা টিপে হত্যা করি অগনিত মানুষ
বেঁচে থাকুক কেবল কীট-পতঙ্গ
সোনালী রোদ্দুর, মুঠো ভরা সবুজ।
ইচ্ছে গুলো আজ বহু বছর মৃত প্রায়;
ইচ্ছে করে তাদের জাগিয়ে তুলি।

Add to favorites
1,401 views