ইন্দ্রনীল-৮ -
এইচ বি রিতা
Published on: আগস্ট 25, 2017
বিশ্ব একটি ঘুমন্ত স্বপ্ন নিয়ে নালায় নিপতিত হয়েছে
তুমি, আমি এবং পশু এক কাতারে
বুকের মধ্য দিয়ে ঠেলে উঠে অনিয়ন্ত্রিত জ্বলন
আমি ঘুম থেকে জেগে উঠি অস্থির চোখে!
ইন্দ্রনীল, আমি কেন ঘুমাতে পারি না?
টিপটিপ মেঘ থেকে গন্ধহীন স্বচ্ছতার পতন
কুসংস্কৃতির ঘনত্ব বায়ু সঞ্চলনের সৃষ্টি করে
চোখের পানিতে আবৃত দৃশ্যের অনুভূতি
এর পর মনে পড়ে,
একদিন, আমি চেয়েছিলাম আমার চেয়ে অনেক বেশি কিছু।
অলৌকিকভাবে একাকীত্বের গর্জন আমাকে জানিয়ে যায়,
বাড়ির আঙ্গিনা পর্যন্তই আমার জীবন!
আমি নদী পাড়ের কাছাকাছি স্থিরীকৃত ফ্লিমিংগো দেখতে পাই
বাতাসে অদ্ভুত গন্ধ,
বহির্মুখী ভাবনায় বিষন্নতা নিয়ে দেখি,
একটি খালি রুমে মৃত্যুর একটি প্রতীক!
একটি নীরব রাতে শূন্য হৃদয়ে
নিখুঁত চোখের সঙ্গে শাশ্বত বিচ্ছেদ জ্বলে যায়।
মৃত্যুদণ্ডের ডাক অভিলাষে
যতবার ঘুমিয়ে পড়ার চেষ্টা করি, প্রত্যেক বার জেগে উঠি।
ইন্দ্রনীল, আমি কাউকে বুঝাতে পারি না
আমি ঘুমাতে গেলেই জেগে উঠি!
আমি কাউকে বিশ্বাস করাতে পারি না,
যতবার আমি নীরব থাকি,
বন্য নীল রঙ আমায় ছুঁয়ে কেঁদে যায়।
ইন্দ্রনীল, আমি ঘুমাতে পারিনা।

Add to favorites
810 views