ঈদের খুশি -
Kumaresh Sardar
Published on: জুলাই 31, 2020
ঈদ এসেছে কোরবানির ঈদ,
মনের মাঝে ত্যাগেরই গীত,
একার খুশি নয়কো খুশি,
সবার খুশিই নিজের খুশি।
বাবা মায়ের একা সন্তান,
নামটা আমার শিলা আমান।
বাবা করে ছোট্ট চাকরি
মা তো করে দরজিগিরি
সাধ্যমতো চেষ্টা আমার
দুখির মনে হর্ষ আনার,
কোরবানির ঈদ কাটলে নিশি
দুখির মনে দেব হাসি।
দুটো জামা পেলাম ঈদে
একটা দিলাম কুলসুম নিদে
আমাদের যে ছুটা বুয়া
নিদ হলো তো তার তনয়া।
নতুন লুঙ্গি মাকে বলে
রিক্সা ভাইকে দিলাম তুলে,
যার রিক্সাতে ইস্কুলে যাই
সেই হলো যে মোর রিক্সা ভাই।
বাসার ধারে চা বিক্রেতা
মনটা তার খুব সাদাসিধা,
চাচা বলি তাকে মানি,
নতুন জামা দিলাম আনি।
কোরবানি তো সাত ঘর মিলে
একটা গরু দুই ছাগলে,
মায়ে রাঁধবে বিরিয়ানি
দেব দীনে ডেকে আনি।
হিন্দুবন্ধু আছে কয়জন,
তাদের জন্য খাসি রন্ধন,
সেমাই, পায়েস সবাই খাবে
ঈদের খুশি সবার হবে।
বি.দ্র. স্তবক – চার চরণের
চরণ – দুই পর্বের,চরণগুলো মিত্রাক্ষর
পর্ব – ৪+৪
লয় – দ্রুত
ছন্দের নাম- স্বরবৃত্ত

Add to favorites
742 views