ঈশ্বরকে কোথাও খুঁজে পাইনা -
এইচ বি রিতা
Published on: জানুয়ারী 4, 2016
ইশ্বর আছেন সর্বত্র আমার সঙ্গে
যখন যেদিকে যাই, যেখানেই রাখি হাত
ইশ্বর সেখানেই, বিনা সংঘাত।
যখন আমি পূন্য করি,পাপ করি
ইশ্বর ও করেন।
প্রার্থনায় দেখি সদা তারে
অস্পৃশ্য রুপ ধারন।
আমার সাথে ঈশ্বরের বিচরন
সর্বত্র; যখন আমি থামি,তিনিও থামেন
কিন্তু যখনই,
মৃত্যু আমায় পরম আদরে ডেকে নিয়ে যায়,
ঈশ্বরকে কোথাও খুঁজে পাইনা।

Add to favorites
1,243 views