ঈশ্বরের বসত মনে -
Mithila
Published on: মে 31, 2017
কেউ কি কষ্টের অর্থ খুঁজতে চাও?
তবে চলে এসো,
আমাদের গ্রামের রহমান স্যার এর বাসায়,
যিনি উচ্চ শিক্ষিত হয়েও
কোন চাকরি না পেয়ে
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
সাইকেল এর প্যাডেল ঘুরিয়ে
তার জীবিকা নির্বাহ করে।
আর এত ব্যস্ততার মাঝেও
তার ঈশ্বরের সন্তুষ্টি অর্জনে সর্বদাই ব্যাকুল।।
কিন্তু উনার ঈশ্বর তখন ব্যস্ত থাকে
উপর তলার লোকের ছাদের সুইমিং পুলে
কিন্তু আমি এতেও শান্তি দেখতে পাই।
ওহে……
উপর তলার মানুষ,
ঈশ্বর তোমার বাড়ির ছাদে থাকা সত্যেও
তুমি কৃত্রিম বাতাসে শান্তি অর্জনের বৃথা চেষ্টা করো।
আর রহমান স্যারের ঘরে
ঈশ্বরকে বসতে দেওয়ার আসনটুকু নেই
তবুও ঘরে শান্তির প্রদীপের কাঁচা হলুদ আলো জ্বলে
সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত।

Add to favorites
540 views