উড়নচণ্ডী -
এইচ বি রিতা
Published on: অক্টোবর 24, 2012
উড়নচণ্ডী,
তোর সাথে এক ভয়াভহ জীবন কাটাবো।
ধুলো বালিতে ছেঁড়া জুতো পড়ে
ছেড়া বোতামে সুতো জুড়ে
প্রখর রোদে ঘামে ভিজে
বৃষ্টিতে উত্তাল নৃত্যে সন্ধ্যা সাঁঝে
তোর গায়ে গা জড়িয়ে কাটাবো জীবন!
উড়নচণ্ডী,
তোর সাথে সারা রাত জেগে কাটাবো জীবন
কাপের পর কাপ চা বানিয়ে
তিতকুটে চায়ে ঠোঁট ডুবিয়ে
রবীন্দ কি নজরুল সঙ্গীত গুনগুনিয়ে
তোর কান ঝালাপালা করে কাটাবো জীবন
তোর কোলে পা দিয়ে কাটাবো জীবন।
উড়নচণ্ডী,
তোর সাথে এক অশান্তির জীবন কাটাবো
তোর বন্ধুর কাছে লুকিয়ে পত্র লিখবো
তুই ভাঙবি কাঁচের বাসন
আমি নিব নির্বাসন
ঝাল-মিষ্টি বায়না করে
আদুরী আহ্লাদী রাগ ঝড়িয়ে
রাতভর তোকে নির্ঘুম রাখবো;
তবুও তোর সাথে কাটাবো জীবন।
উড়নচণ্ডী,
তোর সাথে অনাহারে কাটাবো জীবন
আলুর দম আর রুটি খেয়ে কাটাবো জীবন
ক্ষুধা পেটে ছলছল চোখে
অর্ধপ্রহর মলিন মুখে
৪৮ ঘণ্টা অনাহারে কাটাবো জীবন।
তোর অপেক্ষায় দুয়ার খুলে
মান অভিমান সব ভুলে
ঘড়ির কাঁটায় প্রহর গুনে অস্থিরতায় কাটাবো জীবন।
তোর সাথে এক সমযোতায় কাটাবো জীবন।
উড়নচণ্ডী,
তোর সাথে ভ্যাবাচ্যাকা কাটাবো জীবন
তোর কথার অবাধ্য হয়ে
লক্ষ্মী সোনা বউ হয়ে
তোকে আজীবন জ্বালিয়ে কাটাবো জীবন
এক কাপড়ে বছর পার করে কাটাবো জীবন
তোর গলায় কাঁটা হয়ে বিঁধে কাটাবো জীবন।
উড়নচণ্ডী,
তোর সাথে সাত জনম একাকার করে কাটাবো জীবন
তোর সাথে পাখি হয়ে কাটাবো জীবন
ঘুড়ি হয়ে লাটিম হয়ে
আংধার রাতের তারা হয়ে
তোর আকাশে উড়ে উড়ে কাটাবো জীবন।
উড়নচণ্ডী,
তোর রাগের কারন হয়ে কাটাবো জীবন
ঘুমঘুম তোর কপালে ভাঁজ
সরিয়ে সকল দ্বিধা লাজ
তোর ঘুম হারাম করে যন্ত্রণা হয়ে কাটাবো জীবন।
উড়নচণ্ডী,
তোর গায়ে গায়ে মিশে কাটাবো জীবন
অবহেলায় মিষ্টি হেসে কাটাবো জীবন
উড়নচণ্ডী, তোর সাথে হাজার বছর কাটাবো জীবন।

Add to favorites
2,777 views