উদ্বাস্তু শিবিরে বর্ষা -
রুপক চৌধুরী
Published on: জুলাই 25, 2018
কোন বালিকা এখানে হাতের তালুতে জল রেখে,
তার বুকে খুঁজে না স্বীয় প্রতিবিম্ব বর্ষা উৎসবে,
কদম কামিনী আর বেলির ঘ্রাণ বুকে লয়ে,
কোন হিমেল বাতাস রাত্রির পায়ে নূপুর পরাবে,
সেই মাহেন্দ্রক্ষণেন সাক্ষী হবে বলে এখানে ,
উৎকন্ঠা নেই কোন নব পরিনীতার শিশির সিক্ত চোখে।
এখানে এমন কবি পাবে না চিরুনি তালাশ করে,
যে নাকি বর্ষার রিনিঝিনি সুরে বিভোর থেকে বুনতে চায়,
হৃদয়ের সুকোমল বুকে প্রেয়সীর প্রদীপ্ত হাসির বাসনা,
কোন চারাগাছ এখানে আকুল থাকে না,
বর্ষার গাম্ভীর্য রস পানে হবে বলে সোমত্ত যুবা,
কোন চাতকের তৃষা আকুল করে না তারে বৃষ্টি বন্দনায়।
এখানে বর্ষা মানে,ডালের বাটিতে জলের উল্লাস,
তাবুর বুক চুইয়ে পড়া গলিত অগ্নি বারুদে স্নান,
জবুথবু রিক্তচোখে ভুতুড়ে স্বপ্নের বিভৎস আহ্বান,
বৃষ্টির চিত্রিত ক্যানভাসে দেখা আরেক মৃত্যুর জয়গান ।
এখানে বর্ষা মানে,
রিক্ত প্রভাতে সাম্প্রদায়িকতার বিলাসী নৈশভোজ,
ক্ষমতালিপ্সু স্বৈরশাসকের ব্যাভিচারী বুলেট,
এখানে বর্ষা মানে,
চির কাঙ্খিত প্রশান্তির বিভৎস সলিল দহন।

Add to favorites
482 views