এই জীবনের সকল চাওয়া রইল বাকীর খাাতায় -
মোঃ আরিফ হোসেন সর্দার
Published on: জুন 27, 2017
(১)
এই জীবনের সকল চাওয়া রইল বাকীর খাতায়
পাওয়া শব্দটি লেখা হলনা কোন একটি পাতায়।
(২)
জীবন মানে হতাশা আর দুঃখ যন্ত্রণা
কোনকিছুই এই জীবনে সুলভ হলনা
সবকিছু দূর বহুদূর হল জীবনটায়
পাওয়া শব্দটি লেখা হলনা কোন একটি পাতায়
(৩)
যদি কোনদিন ধরা দেয় সুখ মরীচিকা
বলব কেন এতদিন দাওনি মোরে দেখা
তুমিহীনা আমি ছিলাম ‘ক কঠিন যাঁতায়
পাওয়া শব্দটি লেখা হলনা কোন একটি পাতায়
এই জীবনের সকল চাওয়া রইল বাকীর খাতায়
পাওয়া শব্দটি লেখা হলনা কোন একটি পাতায়

Add to favorites
610 views