এই তুমি, ক্যামন তুমি !? -
এ.বি.এম. জাকির হোসেন হেলাল
Published on: অক্টোবর 14, 2017
হৃদয়টাকে ছিঁড়ে ফেলে
আবার ফিরে এলাম
সে স্থানটা এখনও
তোমার দখলে বলে !
.
এই তুমি, ক্যামন তুমি_
আমার অস্তিত্ব ও অনস্তিত্বে
সম হারে বয়ে চলে
সদা আমায় পূর্ণ করে,
আমার-ই ভালোবাসাকে অস্বীকার কর ?
ক্যানো তুমি এমন করো !?
.
এই তুমি, ক্যামন তুমি_
অগণিত পাথরের আঘাত সয়ে,
কান্না-জলের ঝর্ণার-ফোয়ারায়
বারংবার আমায় শুদ্ধ করে,
তোমার-ই ভালোবাসাকে অস্বীকার কর ?
ক্যানো তুমি এমন করো !?
.
Copyright@এ.বি.এম. জাকির হোসেন হেলাল।
14/10/2017, Dhaka.

Add to favorites
717 views