একগুচ্ছ ভাবনা -
রুপক চৌধুরী
Published on: জানুয়ারী 24, 2022
একদিন সম্পদ ছিলো না মোটেই,
অথচ কিছু সুখ আমাকে কখনো ছেড়ে যায় নি ।
আজ কিছু অর্থ জোগাড় করেছি চলতে
কিন্তু সেই সুখগুলোকে আর কিনতে পারি নি ।
একদিন আমি বড় হতে চেয়েছিলাম-হয়েছি বটে,
ছোট হতে চেয়ে আর কেনো আর পারলাম না !
তোমার চোখে আমার জন্য বিষ ছাড়া কিছু নেই
কী আশ্চর্য!
বারবার পান করেও আমি একবার মরলাম না ।
কোকিলটাকে আবার দেখেছি শীতে,
ব্যবধান-বসন্তের মতো সে আর গান গাইলো না ।
আমিতো কবেই মরে গ্যাছি বাঁচতে বাঁচতে
আমায় আবার মিথ্যা দিয়ে মারতে হবে কেনো ।
একদিন যা ঠিক ভেবেছি আজ তার সব ‘ই ভুল হলো
আমিতো দেবতা নই,তাতে কী আর আসলো গেলো।
@রুপক চৌধুরী।

Add to favorites
66 views