একটা ঝড় -
এইচ বি রিতা
Published on: আগস্ট 21, 2013
একটা ঝড় উঠুক আজ রাতে,
হাজার বছর জেগে থাকা রাতটিকে
ভেঙ্গে গুড়ো করে দিয়ে যাক।
একটা ঝড় উঠুক একলা রাতে
নিঃসঙ্গতার চাঁদর সরিয়ে
আলতো ছুঁয়ে যাক আমার গায়ে।
একটা ঝড় উঠুক গোধূলি লগ্নে!
ভাবনার আকাশে কালো মেঘ গুলোকে
দু’হাতে দিক সরিয়ে।
একটা ঝড় উঠুক ওই বাদলা দিনে
বৃষ্টির অশ্রু ধারায় মিশে যাক
আমার সকল হতাশা।
একটা ঝড় উঠুক আমার কামনায়
বাসনার গলা টিপে;
ক্ষুধা টাকে নিভাক গোপনে।
একটা ঝড় উঠুক আমার মন খারাপের দিনে!
সাদা কাপরে বাসর সাজুক; আমার দেহটি কিনে।

Add to favorites
2,514 views