একটি জিলেপী -
এইচ বি রিতা
Published on: জুন 15, 2017
অর্ধনগ্ন কৃশকালো, দৈন্যতার ঘূর্ণয়নে বিহ্বল উদোম বক্ষ
মুখরোচক খাদ্যে লালসায় স্বভাব তাড়িত সে
কখনো হাত পেতে, কখনো বুক পেতে উচ্ছিষ্ট যা
কুড়িয়ে নেয় নির্লজ্জ্ব মনে, বেঁচে থাকার প্রহসন যাকে ছাড়েনা;
তার নাম রাহুল।
উনুনে জিলেপি পুড়ে, রাস্তার ধারে রাহুল দাঁড়িয়ে দূরে
ব্যস্ত খরিদ্দার কিনে নেয় টাকা গুনে,
মরে যাওয়া রক্ত হঠাৎ লাফিয়ে উঠে, লিপ্সা তরতর করে বাড়ে
সে হাত পাতে বুক বেঁধে; একটি মাত্র জিলেপি
মানবতা ধূলোয় লুটুপুটি খেলে, মানুষরুপে জানোয়ার
সাধ্য নেই তাদের মেঘের কোলে রোদ ডাকার,
ওদিকে জ্বলজ্বলে চোখ কেবলি ঘুরপাক খায় জিলেপি কড়াই তেলে
শোকগ্রস্থ্য চোখ ফিরে আসে মলিন কারুকাজে;
একটি মাত্র জিলেপি।
অতঃপর আচানক, মেঘের কোলে রোদ হেসে যায়
টিপটিপ পদযুগল এগিয়ে যায় লোকালয় ভীরে
একটি জিলেপী পড়ে ছিল জুতো ঘেঁষে, জমিনে
লুফে নিয়ে ছেঁড়া কাগজ মুড়ে,
চোখে ভাসে ছোট বোন; অনাহারে একলা ঘরে!
নীল আকাশের তলে ছিল সেদিল একজন রাহুল;
বিষন্নতায় তার সঙ্গী দলবদ্ধ কাঁকের সারি
সে দেখে বিষন্ন আকাশ, আকাশ তলে বিবেকের ত্রাস
অবশেষে কাগজ মুড়া জিলেপী হাতে জেগে উঠে বোধ;
বোনটি তার একলা ঘরে; রাহুল দেয় ছুট।
মুখে পুড়ে বোনটিকে দেখে, বোনটি দেয় গায়ে আদর মেখে
ভাগাভাগি একটি মাত্র জিলেপী; আহ! কি নিষ্ঠুর নিয়তি
রাহুল কাঁদে ভীষণ কাঁদে, ছোট কঁচি হাত চোখের পানি মুছে।
এ কেমন দহন জ্বালা, তৃষ্ণা বুকে আজন্ম ক্ষুধার চিৎকার
মানবতার ধর্ষণকারী যারা, ঈশ্বর কেবল তাদের দখলে
কত ব্যয় হল বিলাসীতায় বেহুদা, আহা!
বোধ চিরনিদ্রায় শায়িত, সাধ্য কার ডেকে দেয় তারে
একটি মাত্র জিলেপী; মানবতা লংঘন করে।

Add to favorites
563 views