একটি নির্ঘুম প্রহর # মিনা -
Kolpona mina
Published on: জুন 13, 2020
নিদ্রাহীন আঁখি আজ জলশূন্য
সাদা কাপড়ে মোড়ানো কিছু রঙিন স্বপ্ন
অচেনা অসুখে ছেয়ে গেছে অন্তরাত্মা
নীলাভ আকাশ আজ বর্ণহীন
অভিমানী ঘুম আজ শেষ রজনীর কবিতা হবে।
ঘুমহীন রাতটি হবে কাব্যময় নীরবতাকে সঙ্গী করে কিছু স্বপ্নের সমাপ্তি রেখা টেনে যাবে এই নির্ঘুম প্রহর
দুচোখ গড়িয়ে নোনাজল ছুঁয়ে যাবে চিবুক
বুকের মধ্যে ভীষণ শূন্যতা ভর করে উঠে আসবে দীর্ঘশ্বাস
বেলকনিতে কফির কাপ হাতে নিয়ে
ইজি চেয়ারে বসে কেটে যাবে দীর্ঘ বিনিদ্র রজনী
ভায়োলিনে বেজে উঠবে ” ইউ আর দ্যা রিজন” সং এর করুণ সুর।
শেষ নীরবতাগুলোও বিদায় জানাবে নিথর হয়ে পরে থাকবে শব্দহীন স্মৃতিগুলো
স্নায়ু যুদ্ধে হেরে যাবে দ্বিখন্ডিত হৃদয়
জীবনের সমস্ত ক্লান্তি শেষে মুক্তি নিবে রূদ্ধ শ্বাস
ঘুমাচ্ছন্ন এই নগরীর স্বাক্ষী হবে একটি নির্ঘুম প্রহর ।

Add to favorites
1,095 views