একটুকরো প্রেম -
আলী আহম্মেদ
Published on: জুন 21, 2017
একটা সবুজ পাতা
তুমি একটুকরো স্বপ্ন
একটা রক্ত জবা
তুমি একটুকরো মধুর লগ্ন
একটু চাঁদের হাসি
আজ তোমার প্রেমে মগ্ন
একটা রজনীগন্ধা
শুধু অপেক্ষায় তোমার জন্য
একটা সাদা কাগজ
হাজার কবিতার জন্ম।
একটা নীল গোলাপ
লক্ষকোটি মিষ্টি প্রেমের গল্প।
একটা বিকেল বেলা
আজ তোমায় পেয়ে ধন্য।
একটুকরো প্রেম
আলী আহম্মেদ
২০ জুন ২০১৭

Add to favorites
722 views