একদিন তুমি আমারই ছিলে -
আলী আহম্মেদ
Published on: ডিসেম্বর 21, 2016
একদিন তুমি আমার খুব কাছের ছিলে
আজ তুমি আমার হৃদয়ের
তবুও তোমার আমার আজ যে ব্যবধান
কোন গণনাকারীর সাধ্য নাই
হিসেব করে বলে দিবে
তুমি তো আমার খুব কাছেই ছিলে।
একদিন তুমি আমি গল্প করতাম নিশি ভোরে
একদিন তুমি আমি হেঁটে যেতাম রোদ্দুর পথে
তুমি আমি কত স্বপ্ন সাজাতাম
খেলার ছলে তেপান্তরে কত ঘর বানাতাম
আজ তুমি যোজন-যোজন দূরে
একদিন তুমি তো আমার পাশেই ছিলে।
একদিন তুমি আমি জ্যোৎস্নার কত রূপ দেখতাম
একদিন তুমি আমি বৃষ্টিতে ভিজতে চাইতাম
একদিন তুমি আমি শরতের শুভ্র আকাশে হারিয়ে যেতাম
হঠাৎ কাল বৈশাখী ঝড় এসে সব ওলট পালট করে দিলো
অনেক দূরে হারিয়ে গিয়েও তুমি হৃদয়ে বসে আছো
একদিন তো আমি তোমার হৃদয়েই ছিলাম।
19 December 2016

Add to favorites
1,438 views