একলা কথোপকথন -
আল-হাজেন মাহমুদ বাবু
Published on: আগস্ট 31, 2016
মনটা যখন ভীষন খারাপ
একলা বসে একা করি আলাপ।
কোথায় ছিলাম কোথায় এলাম
জীবন থেকে কী হারালাম।
কি পেয়ে খুশি হলাম।
কি নিয়ে জীবন গড়লাম।
এই ভাঙ্গে,এই গড়ে।
যেন নদীর তীর ছোট্র এই জীবনটাতে বহু লোকের ভীড়।
ভাঙ্গা গড়ার এই জীবনে
আমি আছি বেশ।
কখন জানি মৃত্যু এসে বলবে
চল নিজের দেশ।

Add to favorites
1,649 views