একলা গল্প -
Khadija Yeasmin
Published on: আগস্ট 28, 2016
গোধূলির আভা লুকিয়েছে দস্যি মেঘের আড়ালে,
পরিবেশের দেয়ালে ভীষণ প্রেমের রঙ মেখে।
বাতাসের মাতমে কিচ্ছুক্ষণ পর পর বৃষ্টি দিচ্ছে সাড়া
আজকের দিনটি সুপ্ত প্রেমের পাড়া।
গোধূলি চুপসে গেছে
মনের আকাশে গোধূলির তীর্যক আভা আহত করে,
চাইলে কতটা পথ হাঁটা যেত দিগন্ত ধরে।
চোখভর্তি দুষ্টামি, খুনসুটির প্রহরে লাগে একলা।
একলা ‘একার’ গল্পে কারো অনুপস্থিতি
পাঁজরে জ্বর উঠায় অনবরত।
দেয়ালের ওপাশে থেকে লুকোচুরি
আর কত আর কত!!!
হাত বাড়ালেই শুনতে পাবে
হাতের চুড়ির রিনিঝিনি শব্দ।
নূপুরের নিক্কন ধ্বনি
না বলা কথা বুঝে নেয়ার হাসিতে মেতে উঠুক আমাদের পৃথিবী।
হাসি আনন্দের প্রহর শেষে
কাঁন্নার প্রহরেও হয়ে থাকবো সাথী।
সব প্রহরে,মান অভিমান শেষে
সব শব্দের শেষে শুধু বলবো ‘ভালোবাসি’।
প্রেমের বর্ণ দিয়ে নাম লিখবো বলে
বুকের বারান্দা খালি রেখেছি।
চাঁদোয়া রাতে জ্যোৎস্না স্নান করবো
হবে ভালোবাসাবাসি।

Add to favorites
1,698 views