একাকীত্ব -
এইচ বি রিতা
Published on: জানুয়ারী 10, 2013
সম্পর্ক গুলো কেন এমন হয়? হাজারটা দিন-রাত এক সাথে কাটিয়েও যেন কোথায় এক ফুটা ফাঁক থেকে যায়। সেই ফাঁকে মনের ঘরে ডুকে একাকীত্ব। কোন এক ক্লান্ত বিকেলে বা একাকী মন খারাপের রাতে সেই একাকীত্ব যেন ভিতরটা আরো ভেঙ্গে চুরমার করে দিয়ে যায়। একলা ঘরে মন খারাপের রাতে, কেন কেউ হাত ধরে আলোতে নিয়ে আসেনা?
সম্পর্কগুলো এমনি হয়! একটা সময়ের পর নির্দিষ্ট সীমানার পর, আর কারো মনের ভিতরটাতে পা ফেলা যায় না। অদৃশ্য এক দেয়ালে যেন কিছু একটা আড়াল করা। এরই নাম কি একাকীত্ব?
ভালবাসায় সন্মোহিত সম্পর্কের মাঝে এই একাকীত্বর জন্ম কেন? এটা কি সম্পর্কের ব্যর্থতা নাকি মানুষের?
একে একে বন্ধু ছেড়ে যায়! কাছের মানুষ চেনা মানুষ সব কেমন রং বদলায়। আজ উচ্ছলতা আছে তো কাল বিরহ! গতকাল হাসি ছিল চারপাশটায়; আজ কেমন শোকার্ত চারপাশ! এ মুখে যাদের ভরসা ছিল কাল, আজ তারাই নিরাশ!
নিজেকে আজকাল প্রায়ই অসম্পূর্ণ লাগে। হাজারো সুখের ভিড়ে কোথায় যেন একটু অসুখের ছোঁয়া পাই। হাসির আড়ালে নীরব গোঙ্গানীতে করুন বাশীর সুর! কোলাহলের ভিড়েও যেন একাকীত্ব! সব আছে; কি যেন নেই! ভালবাসা আছে; বিশ্বাস নেই! বন্ধু আছে, বন্ধুত্ব নেই! রাত আছে ঘুম নেই! আমি আছি; ভিতরের স্বত্বা নেই!
অন্যের দোষ দিয়ে কি লাভ? নিজেকেই অপরাধী লাগে। মনে হয় কোনো সম্পর্কই যেন ঠিক মত পালন করতে পারি না। সবার মাঝে থেকেও কেমন আলাদা ! সব থেকেও কেমন বিচ্ছিন্ন। বন্ধুত্বের দাবী, ভালবাসার দাবী আমাকে মানায় না। কোন কিছুই ঠিক ভাবে পালন করা হয়না। মাঝ পথে এসে আঁটকে যাই। চলতে গিয়ে হুঁচট খাই, উঠতে গিয়ে পরে যাই!
দিন দিন কেমন জন মানবহীন অরণ্যে হাড়িয়ে যাচ্ছি। এখন আর কোলাহল ভাল লাগেনা। কেমন ঘর কোণো হয়ে যাচ্ছি। মানুষের শব্দ কানে জ্বালা ধরায়, মানুষের দৃষ্টি চোখে বিষ ছড়ায়। সম্পর্কগুলো বড় অদ্ভূত! সুতোয় সুতোয় গাঁথা ভালবাসার ফুল গুলোও এক সময় অসহ্য লাগে ! কাছের মানুষগুলো থেকে কতটা দূরে সরে গেলে ,এমন একাকী লাগে? কতটা স্বার্থপর হলে একলা রাতে রবিন্দ্রনাথ কিংবা নজরুল চোখে পানি এনে দেয়? কতটা অভিমানী হলে কোলাহল ছেড়ে একাকীত্বের সাথে হয় সখ্যতা ? কতটা অনুরাগে কান্না গুলো জড়ো হয় গলার কাছটায় ?
একাকীত্ব আমার ভাঙ্গা ঘরের
ভাঙ্গা জানালায় ফাঁকে
ক্ষীন আলোয় মৌন সাঁজে
হাত বাড়িয়ে ডাকে।
ধূসর রাঙ্গা দৃষ্টি আমার
অপলক তারে দেখে
একাকীত্ব আমার ঘরের কোণে
দুঃস্বপ্নের রাত আঁকে।

Add to favorites
6,547 views