একাগ্রচিত্ত -
আসাদুজ্জামান শাওন
Published on: মার্চ 3, 2020
একাগ্রচিত্ত
আসাদুজ্জামান শাওন
———————————
একাকী গভীর অতি সঙ্গোপনে
আঁধার নির্জনে প্রার্থনা গোপনে
ক্ষমা করো প্রভু – নামাযে দাঁড়ায়ে
অশ্রু ঝরে পড়ে আহত হৃদয়ে।
রক্তিম দু’চোখে বিঁধে যে আঁধার
দূর করে দাও সে অমানিশার ;
যে স্বর্গ-নরক মানবের কর্মে
কেন বিভাজন?বিশ্বময় ধর্মে?
ভীত যে হৃদয় পাপে নিমজ্জিত!
শেষ বিচারের সময়ে লজ্জিত।
অশ্রুসিক্ত আঁখি মোনাজাতে ডুবে
ক্ষমা করো প্রভু প্রার্থনা নীরবে।
ছন্দ:- দীর্ঘ একাবলী

Add to favorites
1,656 views