একা -
এইচ বি রিতা
Published on: এপ্রিল 1, 2017
চাঁদের আলোয় পিচ ঢালা পথে নিজের ছায়াটির মত মানুষ,
একা
পাতার গায়ে মৃত্যু ফোঁটা নিয়ে তরুর গায়ে জড়ানো গুল্মলতা,
একা
শিশিরের অভিযাত্রা শেষে রোজকার প্রারম্ভিক প্রভাত,
একা
নীলাভ মেঘে কষ্ট অভিমানে না বলা কথাসমগ্র কাঁদে,
একা
শাষিত আঁচরে পোট্রেইটের গায়ে শিল্পির শৈল্পিক বিচরণ,
একা
পদযুগল জোড়া একি পথে পাশাপাশি গন্তব্য খুঁজে নেয়,
একা
জেগে জেগে মধ্যাহ্ন বুকের ভিতর নীলকষ্টের শিকর গাড়ে,
একা
পাশাপাশি দুটি দেহে সমঝোতায় ভালবাসা ফুঁপিয়ে কাঁদে,
একা
হেঁটে যাও তুমি হাঁটি আমিও শুধু একটি বকুল ঝড়ে পড়ে,
একা
ক্ষুধার কাছে শীর্ণ দেহটি বোধশক্তি বিবেচনায় নষ্ট,
একা
কোলাহল থেমে গেলে আত্মঘাতী কান্নারা ঝিমিয়ে পড়ে,
একা
অনুযোগ অভিযোগে হট্টগোল শেষে পৃথিবী ঘুমিয়ে পড়ে,
একা।

Add to favorites
903 views