একুশ -
Talal2014
Published on: ফেব্রুয়ারী 26, 2019
একুশ আমার রক্তে মিশে/ বাংলা ভাষার ঘ্রাণে/ একুশ আমার বিশ্বায়নের/ অর্থনৈতিক উন্নয়নে/ একুশ আমার নাচন জাগায়/ আত্মভোলা মনে/ মনের ভুলে দেই ছুটিয়ে/ রঙ্গের ঘোড়াটাকে/ অবাক হয়ে বিশ্ব দেখে/ একুশ রত্ন আমার/ আধমরারা উঠবে জেগে/ সাফ হবে জঞ্জাল।।

Add to favorites
1,079 views