“এক নিঃসন্তান দম্পতি’র প্রতি “। -
রুপক চৌধুরী
Published on: নভেম্বর 5, 2016
তোমরা নিজেকে বন্ধ্যা ভাবতে
পারো,
মন্দ ভাগ্যের শিকলে বন্দিকরে নিজ
রাশিচক্র,
ভৎসনার চাদরে নিজেকে পারো
মোড়াতে,
ঈশ্বর নিন্দায় মগ্ন হতে পারো,
ছাড়পত্রে স্বাক্ষর করেনি বলে নারী
তোমার মাতৃ জঠরে,
কপালে চিন্তার ভাঁজ পড়তে পারে,
নিঃসম্বল ভবিতব্য ভাবনায় ।
হাতের যষ্টি’র অভাবে শেষ বেলায়,
পা পিছলে পড়ার আশংকায়
হতে পারো আশংকিত ।
আবার নিজেকে ধন্যও ভাবতে পারো,
পুজিবাদ,সাম্রাজ্যবাদ আর
পরমানুবাদের শৃঙ্খলে,
উৎশৃঙ্খল ধরনীতে না করে সন্তান ধারণ ।
সাম্প্রদায়িকতাবাদ,বর্ণবাদ যেখানে
দন্ডায়মান কালিয়া নাগ বেশে,
মুখে নিয়ে কালকূট, তুলে ধরে ফণা ।
সভ্যতার অন্তরালে চলে যেথা
অসভ্যতার নিরংকুশ চাষাবাদ,
আমেরিকা, রাশিয়া, চীন,পাকিস্তান
আর ভারতেরা,
চাইলেই পৃথিবীকে পাঁচ সাতবার
দিতে পারে,
কেয়ামতের বিধ্বংসী আস্বাদ,
সদা নির্বিকার যেথা ঈশ্বর তাদের
ক্ষমতার নিগড়ে বন্দি হয়ে,
সরল সবুজ প্রাণ যুগে যুগে
অহরহ যেথা হয়ে থাকে বিপ্রলব্ধ,
ইচ্ছে করলেই পারো নিজেকে ভাবতে
ধন্য,
বন্ধ্যাত্বের নিঃস্ফল বন্ধনে বাধা
পড়ে,
প্রতিহিংসা আর নিষ্ঠুরতা’য় বিমুগ্ধ,
পৃথিবীর জমিনেতে ছাড়পত্র পায়নি
বলে তোমাদের সন্তান ।
যারা ধর্ষিত হতো হয়তো চার অথবা
পাঁচ বছর বয়সে ।

Add to favorites
1,236 views