এসেছি যশোর -
Nancy Dewan
Published on: অক্টোবর 4, 2020
ট্রেন থেকে নামলাম
যশোর মাটিতে পা রাখলাম
রেল স্টেশন ত্যাগ করে
রিকশাতেই চড়ে বসলাম
ভাইকে নিয়ে
তোমার খোঁজে এসেছি যশোর
দারুন লাগছে এই শহর
ঘুরছি একদিক ও ওদিক
দূরত্ব, কোনো ব্যাপার না
আমি মনে মনে তোমার নিকট
পৌছে গেছি কত আগেই
শুধু শরীরটা বাকি ছিল
আমার মনে হতো,
তুমি আছো পশ্চিম মেরুতে
আর আমি আছি পূর্বে ।
মাঝেঁ, বড় নদী বয়ে চলছে
ভালোবাসার টানে
আমি ঢাকা ছেড়ে এসেছি যশোর
শুধু তোমার খুঁজে
তোমাকে ভালোবাসি বলে,
এলাম তোমার দেশে
একটি বছর কেটে গেলে, অভিমান করে
তোমার উপর
তুমি, কথা বলোনি
আর আমিও, কম যায়নি
বুক ভরা কষ্টে কাটতো আমার দিন গুলো
পথে রিকশা থামলো
দেখলাম,তুমি আছো দূরে দাঁড়িয়ে
বাকিটা স্বপ্নে অসমাপ্ত থাকলো
রয়ে গেলো কিছু স্মৃতি ।

Add to favorites
542 views