এ কেমন অভিমান -
রুপক চৌধুরী
Published on: এপ্রিল 8, 2021
একদিন চোখ ফিরিয়ে নিয়েছি বলে,
তোমার চোখে হলাম আমি অস্পৃশ্য,
একদিন কথা বলিনি বলে’ই,
আর কোন দিন তুৃমি এই পথে ছুড়লেনা,
তোমার অগনিত কথার নাগরিক বুলেট,
একদিন তোমার বারান্দায় হাঁটিনি আমি,
তাই তুমি অবলীলায় দিলে
আমার জন্য তোমার গালিচায় নিষেধের কাঁটাতার,
এ কেমন অভিমান তোমার,
একদিনে সমাহিত করলে বহুর বিনয়ী বিড়ম্বনা,
অথচ,আজকের সমস্ত অভিশাপ থেকে আমায়,
উদ্ধার করতে পারতো তোমার হরিণ চোখ,
তোমার চঞ্চল চরণের অস্থির নূপুরেরা,
আমার দিতে পারতো জন্মের জাগরুক স্থিরতা,
তোমার হার-না-মানা চিত্তের পিচঢালা পথ,
আমার ম্যারাথন জয়ী বীরত্বের বাতায়নে দিতো,
অতিথি পাখির বিমুগ্ধ কলকাকলি,
তোমার সুনীল আস্থার পদাবলীগুলো
আমার কর্ণ-কুহরে মন্ত্র দিতো বৈদিক ঋষির মতো,
এ কেমন অভিমান তোমার,
একদিন খোঁজে দেখি নি বলে’ই তুমি,
আর খোঁজ নিলে না
অপেক্ষায় জর্জরিত একটি অপঠিত চিরকুটের,
এ কেমন অভিমান তোমার !
আসলেই কি কিছু ছিল তোমার ঝলমল কেশাগ্রে,
অকপটে ভেবিছি যা কিছু আমার-শুধুই আমার ।

Add to favorites
486 views