কতদিন ভেবেছি -
এইচ বি রিতা
Published on: ডিসেম্বর 21, 2012
কত দিন ভেবেছি বদলে যাব
তোমার অভিযোগ গুলো মিথ্যে প্রমাণ করে,
বদলে দিব নিজের অনুভূতিগুলকে!
কত দিন ভেবেছি রাত জেগে আকাশের তারা গুনবো নাহ,
বৃষ্টিতে দুহাত মেলে ভিজব না
আহত ভাঙ্গা ডানায় ভর করে আর উড়ব না!
ভেবেছি, অতীতের অন্ধকার ঘরটিতে,
আর হাতিয়ে বেড়াব না।
স্মৃতির পৃষ্ঠা উলটে হিসাব গুলো আর মিলাব না!
কত দিন ভেবেছি তোমার পায়ে পা রেখে,
চোখের পাতায় ঘোমটা টেনে; হারিয়ে যাব বহু দূর।
হয়ে উঠে না…
নিজেকে বদলানো বুঝি আত সহজ ন।

Add to favorites
810 views