কথোপকথনঃডার্ক এভিল বনাম পরী -
পেন্সিলে আকা পরী
Published on: এপ্রিল 30, 2017
-ঃ গুরু! হঠাৎ দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙ্গে গেলো আমার জীবনের দুঃস্বপ্নরা কি আর কোনোদিন পিছু ছাড়বেনা?
-পরী
-ঃ জ্বি
– আতঙ্কের মাঝে বসবাস করা ভয়ংকর! আতঙ্ক ছেড়ে মুক্ত বাতাসে বেড়িয়ে এসো।
-ঃ চাইলেই কি বের হওয়া যায়?
– হুম যায়
-ঃ প্রাণপন চাচ্ছি বের হতে! প্রতি মুহূর্তে চাচ্ছি! আতঙ্ক যে পিছু লেগেই থাকে!
– এভাবে নয়!
-ঃ তবে কিভাবে? শিখিয়ে দাও !
– লড়াই করতে শিখতে হয়না, প্রকৃতি তার প্রয়োজনে শিখিয়ে দেয়!
-ঃ হুম।
– মাঝে মাঝে হুটহাট একা রাস্তায় নেমে পরবে। পথে পথে হাটবে, হেঁটে হেঁটে অযত্নে পড়ে থাকা খড়কুঁটো-ঝড়া পাতা যা পাও খুব যত্ন করে তুলে নিবে! তারপর প্রাণভরে তাদের ঘ্রাণ নাও! আতঙ্ক কেটে যাবে।
-ঃ সত্যি বলছো তো?
– করেই দেখো!
-ঃ তবে তাই হোক। আজ থেকে পথে নেমে গেলাম!
– নামো!

Add to favorites
1,132 views