কন্ডিশন বাই আলী আহম্মেদ -
কাব্য কবিতা
Published on: ডিসেম্বর 31, 2016
যুবতী বৃক্ষের বক্ষ ছিড়ে বের হতে দেখেছি লাল রক্ত
ক্ষুধার্ত যুবকের বুক ফেঁটে বের হতে দেখেছি শ্বেতরস।
সমাজটা কে খুবলে খুবলে খাচ্ছে কারা
স্বার্থবাদীরা নাকি নিঃস্বার্থ যারা?
নামের পিছনে উপাধি লাগিয়ে কে হয়েছে আকাশ সমান!
বলো কোথায় পেয়েছো এতো ক্ষমতা
কার বুকে লাথি মেরে হয়েছো পাহাড় সমান?
কে গড়ে দিয়েছে এই অট্টালিকা,
কার ঘাম মিশে প্রতিটা ইটের কোণায় কোণায়;
অথচ দাবী করো তোমার বিশাল হৃদয়ের অধিকারী?
কবিতায় কিছু নষ্ট শব্দ প্রয়োগ করে যৌনতা কে দিয়েছো স্বীকৃতি,
অথচ তোমরাও চাও থেমে যাক অত্যাচার
তোমাদের কলম নাকি কথা বলে শোষণের বিরুদ্ধে
তোমরা নাকি ধর্ষণের বিরুদ্ধ সোচ্চার?
গণতন্ত্রের ময়দানে তোমরা আদর্শ মানো কোন মহান নেতাকে,
যে দেশের জন্য রক্ত দিতে দ্বিধাবোধ করেনি
অথচ তোমার হাত একবারও কাঁপেনা
দেশের মাটিকে রঞ্জিত করে ভাইয়ের বুকে গুলি ছুঁড়তে;
অথচ তুমিও চাও দেশে শান্তি বিরাজ করুক
তোমার পিছনে বহু হাততালি অপেক্ষা করে।
আফসোস, আমি মানুষ হতে পারিনি।

Add to favorites
1,623 views