কবিতা:অগ্নিলিরিক -
Jannatul Ferdousi
Published on: জানুয়ারী 12, 2021
অগ্নিলিরিক
জান্নাতুল ফীরদাউসী
সম্পদের অহমে ভুলে পরপার
প্রস্তুত থেকো পেতে রবের বিচার
আজ অথবা কাল ফল পাবে নিশ্চিত!
রোজ হ্রাস পায় হায়াত!
তবুও ভুলে যাই আয়াত!
কুল্লি নাফসীজায়কাতুল মাওত,
সম্পদের টানে এমন ছোটাছুটি
মনে হয় যেন অবিনশ্বর জীবনখুঁটি!
সম্পদের বিষে জীবনখুঁটির অধঃগতি।
সত্য সহজ বিষয়গুলো বুঝি না, তা না!
মৃত্যুর শেষখেলা কারো নয় অজানা!
তবুও শয়তানের হাতে বেদ্বীনের বায়াত!
কিতাবের কথা ভুলে, রঙ্গরসে জীবনপার,
নারী,মদ সম্পদে জীবন করে কদাকার,
পাড়ি দিলে কবরে জায়গা নিলে সাড়ে তিনহাত!
নরমগদির বিশাল রুমে নারী মদে লাউড মিউজিক
ছোট্ট কবরে সাপবিচ্ছুর নিত্যকলায় অগ্নিলিরিক চিৎকারে অগ্নিলাভায় হোক পার্টি স্থায়ীজগতে!

Add to favorites
569 views