কবিতা:আগামী -
Jannatul Ferdousi
Published on: এপ্রিল 3, 2021
আগামী
জান্নাতুল ফীরদাউসী
আমি আগামী !
পান্তা মরিচ খেতে লজ্জা পাই না,
তবে চামচামি ও ভিক্ষায় যাই না!
আমি আগামী!
প্রচুর বই পড়ি কারো কাছে পরীক্ষার আগের রাতে প্রশ্ন চাই না,চাইতেও পারি না কারন আমার তো আত্মসম্মানবোধ আছে,কি বলো?
আমি আগামী!
তেলবাজ সমাজে তেল মেরে চলি না,
পরীক্ষায় কিবা বাস্তবে নকলতো করি না!
আমি আগামী!
অন্যায়ের রাঙা চোখের পরোয়া করি না,
সুদ-ঘুষের নীতিতে আমায় পাওয়া যাবে না!
আমি আগামী!
অপশক্তির কাছে কলিজা কাঁপা ত্রাশ,
কল্যানের শক্তির মাঝে বাঁধ ভাঙা উল্লাস!
আমি আগামী!
অলসতার গোলামীকে করি দমন,
সকালে প্রার্থণা শেষে কাজে করি গমন!
আমি আগামী!
শিক্ষা জীবনে রাজনীতিতে জড়াই না,
হাড়ভাঙা শ্রমে কাজ করতে কুণ্ঠাবোধ করি না!
আমি আগামী!
অলি গলিতে আড্ডা দিয়ে নেশায় মাতি না,
নারীদের উতক্ত করার ভাইরাসে ভুগি না!
আমি আগামী!
পরনির্ভরতাকে এদেশে রাখতে চাই না,
স্বনির্ভরতাকে গলাটিপে হত্যা করতে দেব না!
আমি আগামী!
খেলোয়ার,নারীবাজ,গডফাদার, নেশাখোর,পতিতা পল্লী বিলুপ্ত করবো!
মেধাবী পরিশ্রমী একদল আবিষ্কারক,চিকিৎসক,প্রকোশলী,উদ্যোক্তা,কৃষক ও,মজুর গড়বো!
আমি আগামী!
বাংলাদেশকে দেব নতুন সভ্যতার এক অনন্য রুপ,
পুরোবিশ্ব এ উন্নতি দেখে অবাক হয়ে রইবে চুপ!

Add to favorites
501 views