কবিতা:ইতিবাচক -
Jannatul Ferdousi
Published on: এপ্রিল 20, 2021
(19-04-2021 এর লেখা)
ইতিবাচক
#জান্নাতুল_ফীরদাউসী
কষ্ট শুধু বিবর্ণ নয়,
কষ্ট রঙিন ও হয়।
যন্ত্রণা শুধু বিষাক্ত নয়,
যন্ত্রণা মধুরও হয়।
আঘাত শুধু দমার নয়,
আঘাতে অদম্যও হয় ।
দুঃখ শুধু বরষা নয়,
দুঃখ মরুময়ও হয়।
ক্লান্তি শুধু হতাশা নয়,
ক্লান্তি প্রত্যাশাও হয়।
ব্যর্থতা শুধু পরাজয় নয়,
ব্যর্থতা বিজয়েও হয়।

Add to favorites
754 views