কবিতা:ইমানে আমলে মুসলিম -
Jannatul Ferdousi
Published on: এপ্রিল 5, 2021
ইমানে আমলে মুসলিম
জান্নাতুল ফীরদাউসী
দিনের আলোতেই কালো হলো নীল!
খুশির ঠেলায় ভুলে গেল রঙে নেই মিল!
ব্যাক্তিতে যদি মারো কলঙ্কের সীল,
ইসলাম তাতে কলুষিত হয় না এক তিল!
ইসলামের সৌন্দর্য্য কোরআন ও সুন্নাতে,
যত চেষ্টা করো জিহাদি চেতনা পারবে না দমাতে!
মুসলিম বলেও কোরআন ও সুন্নাতে বিরোধী যারা!
কিয়ামতের মাঠে পালানোর পথ পাবে না তারা!
যদি ইসলাম মানো, দাবী করো মুসলমান!
তবে মানতে হবে জীবন বিধান আল-কোরআন।
মানব রচিত সংবিধানে চলে না মুসলমান,
তাতে যদি জীবন যায় , হয় শত অপমান।
মুমিনের হৃদয়ে থাকে শহীদি তামান্না,
মৃত্যু ভয় নয় ,থাকে তাহাজ্জুদে কান্না।
অস্ত্র দিয়ে,শক্তি দিয়ে হবে না এদের গতিরোধ,
আল্লাহ এদের দিয়েছেন সঠিক জীবনবোধ।
যদি শান্তির জীবন এপারে ওপারে চাও,
তবে স্বেচ্ছায় কোরআন ও সুন্নাতে ফিরে যাও।
আত্মপূজায় মত্ত হয়ে ভুলে গেছো শক্তি কার বেশি!
তাইতো অযথা মুসলিম ও ইসলামের হচ্ছো বিদ্বেষী
ইসলামী রাষ্ট্র পরিচালনায় কর সংবিধান কোরআন পাপ থেকে পাবে পরিত্রাণ পরপারেও পাবে সম্মান!
আল্লাহ যাকে লাঞ্ছিত করে তার পরিনতি বিনাশ,
আল্লাহ সম্মানিত করবে ইমান যদি না পায় হ্রাস।
আজকের ক্ষমতা কালকে মাটির নিচে শেষ,
তবুও কেন বোঝোনা মুমিন জিতবে শেষমেস!

Add to favorites
653 views