কবিতা:ইমাম -
Jannatul Ferdousi
Published on: জানুয়ারী 9, 2021
লেখা:২১-০৫-২০২০
ইমাম
জান্নাতুল ফীরদাউসী
কোরআন ও সুন্নায় সাজো রোজ রোজ ,
ঠিক সেভাবে, যেভাবে আমি চাই ,
ভালবাসার মনপিঞ্জরে তোমার কারুকাজ!
তুমিই আমার জীবনের সুন্দর প্রকৃতি ভাজ।
কোরআনের মধুর সুরে রাত-ভোরে,
সতেজতায় ভরে দিও ,মন-প্রানটারে।
তাহাজ্জুদে থেকো ইমাম,
নামাজ পড়বো দুজন চুপিসারে।
আল্লাহর প্রেমে হয়ে দিওয়ানা,
তুমি আমি দুজনে একজনা।
দিন শেষে মহান রবের করুণা,
যেন মোরা কখনোই ভুলি না।
তাহাজ্জুদ শেষে ফজরে সুন্দর ভোর,
দুজনেই থাকি ইবাদাতে বিভোর,
তাইতো ভালবাসার কাটে না ঘোর,
প্রতি পলে পবিত্রতা, দুয়ে মিলে থাকে এক অন্তর।
তুমিই আমার সেই ইমাম,
যে রাতের নামাজ পড়েছো করে নিয়ম,
আরও পড়বে আমার বিদায়ী জানাজাতে,
গোসল কাফন দিয়ে আপন হাতে,
করবে দাফন কবরে, গভীর ভালবাসাতে।

Add to favorites
567 views