কবিতা:উদ্বোধন -
Jannatul Ferdousi
Published on: এপ্রিল 20, 2021
১৮-০৪-২০২১
উদ্বোধন
#জান্নাতুল_ফীরদাউসী
করোনাকালে এদেশে বছর বছর কত হাসপাতাল হলো রে উদ্বোধন!
মানবিকতার নামে অমানবিকতায় থামছে না ভুক্তভোগীর ক্রন্দন!
কোটি কোটি ব্যয়ে হাসপাতাল হলোরে নির্মাণ
হঠাৎ গায়েব সবকিছু, আরে এটাই বঙ্গ বিধান!
লকডাউন শিকলে বন্দী মুটে মজুর,
খেতে চাইলে খাওয়াবে গুলির খেজুর!
প্রাণ যায় পুলিশের গুলিতে গরীব জনতার,
এদেশতো মানুষের নয় এদেশ শকুনী ক্ষমতার!
নদীছাড়া ব্রীজ,খাল ছাড়া পুলে এদেশে হয় বাজেট,
ন্যায্য অধিকার চাইলেই কেউ পাবে ওপারের টিকেট!
ভয় নাই ,তোর ভয় নাই ওগো দেশের মাটি,
গরীবের রক্তে ভিজে তুই সোনার চেয়ে খাঁটি!
আসবে সুদিন গর্জে উঠে সকল মাজলুম ধরবে চেপে জালিমের টুটি,
ছেড়ে দে আজ বলে কেঁদে কেঁদে চাইবে জনমের মত এদেশ থেকে ছুটি!
এদেশে পশু-পাখি মারা পাপ তবে মানুষ মারা পূন্য,
একথা বুঝলে জনতা দেশ হবে শীঘ্র হিংস্রদানব শূন্য
উদ্বোধন !উদ্বোধন! হয়তো রোজ কত শত স্থাপনা!
বছর ঘুরতেই তা ধ্বংসস্তুুপ ,চলছে নতুন উদ্বোধনী পরিকল্পনা!!
দেশের টাকায় দেশীজনতা নিত্য ভিখারী,
দেশী টাকায় নেতা বিদেশে বিলাসী সংসারী!!

Add to favorites
680 views