কবিতা:উন্নতির লক্ষণ কৃষি -
Jannatul Ferdousi
Published on: এপ্রিল 5, 2021
উন্নতির লক্ষণ কৃষি
জান্নাতুল ফীরদাউসী
চলো আগামী, সবাই মিলে কৃষক হই,
নিজের হাতের হালাল খাবারে বেঁচে রই!
জানোতো দেশে আছে আল্লাহর দান উর্বর ভূমি,
চাইলেই বেকারত্ব মুছে সফল উৎপাদক হবে তুমি!
ভেবে দেখো বিদেশ যদি রপ্তানি, সাহায্য বন্ধ করে,
বেকার ,খেলোয়ার,রাজনীতীবিদ,নায়ক হলে পরে!
না খেয়ে প্রাণহারাতে হবে আমাদের বঙ্গবাসীকে,
এসো অবজ্ঞা নয় চাষকে,সবে ভালোবাসি চাষীকে!
চলো খাদ্য,বস্ত্র, চিকিৎসা,শিক্ষায় সমৃদ্ধ হই আমরা
বুঝাই বিশ্বকে কৃষিনির্ভর জাতি নয় অলস দামড়া!
কায়িক ও মানসিক পরিশ্রমের এক ভিন্নজাতি হও
যেথা চামচামি,তেলবাজি,দূর্নীতি,অলসতা না পাও!
প্রতিটি বাড়ি হবে এক একটি সমৃদ্ধ লাইব্রেরী,
অবসরে কাঁদবে শিশু বই হাতে পেতে হলেই দেরী!
আযান হলে সকল কাজ ফেলে নামাজে যাবে সব,
প্রতিটি কাজে বিজয় আসবে সাহায্য করবেন রব!

Add to favorites
644 views