কবিতা:উপলোব্ধি -
Jannatul Ferdousi
Published on: জানুয়ারী 9, 2021
লেখা:০৯-০৭-২০২০
উপলোব্ধি
জান্নাতুল ফীরদাউসী
প্রভাতের হিমেল হাওয়া ,
ছুঁয়ে দিল আমার এ মন।
স্রষ্টার ভালবাসা ছাড়া যে,
সবই মিথ্যে প্রহসন।
মনে মনে স্বপ্নজাল বুনি,
এগিয়ে গেলাম যখন।
প্রেমময়ী রব তুমি ছাড়া,
সবই আলেয়া কথন।
জীবনকে দিলাম রহস্য,
প্রেমের আল কোরআন।
সব ব্যাথা শুষে নিয়ে সে যে,
প্রশান্তি দেয় অফুরান।

Add to favorites
507 views