কবিতা:জীবনফ্রেম -
Jannatul Ferdousi
Published on: এপ্রিল 23, 2021
জীবনফ্রেম
#জান্নাতুল_ফীরদাউসী
নীলরঙা খামের রক্তিম পত্রটা হয় নি আজো পড়া!
ধূসর রঙের মন ছবিটা মৃত্তিকা আভায় গড়া!
কতো গল্প বলে মন উড়ন্ত বিহঙ্গ কিছুটা শোন,
ভাষাহীন জীবনটাও সবুজসুতায় নতুনের মতন!
ভালোবাসা কল্পনার আসমানী রঙ ছোঁয় প্রতিদিন ,
তবুও নিকষ কালো জীবন ভোলে না তার স্রষ্টার ঋণ!
দিনে দিন পার হয় চুপিসারে ,রাত আসে প্রবল গর্জন করে,
রহস্য মরুময় প্রান্তরে গুম , ধুম বরষায় যদি মৃতপ্রাণ নড়ে!
উষার আলোতে ধরা ঝলমলিয়ে রোজ হাসে,
তবুও মেঘ অনন্ত বাসনা নিয়ে শূন্যেই ভাসে!
গোধুলির আলোয় ঢেউতোলা বাতাসের জব্দ করা শব্দ,
জীবন ফ্রেমে বাঁধা রঙিন সেই ছবিটা দুঃস্বপ্নে স্তব্ধ!

Add to favorites
674 views