কবিতা:দোয়াত-কলম -
Jannatul Ferdousi
Published on: এপ্রিল 4, 2021
দোয়াত-কলম
#জান্নাতুল_ফীরদাউসী
আলহামদুলিল্লাহ! হে রব!
তুমি আছো আমি নিরব!
নিয়েছে সুন্দর প্রতিশোধ!
চলুক প্রাকৃতিক অবরোধ!
জীবন মানেই ভাঙা গড়া,
থাক না অলেখা স্বপ্নছড়া!
আঘাতে বাড়ে চলার গতি,
খেয়ালির বেখায়ালি মতি!
বাস্তবে অবাকের নেই রীতি,
সবই সময়ের সুরেলা গীতি!
ফলটা যদি হয় সত্যি পাকা,
প্রসূনের চিত্রটা একটু বাঁকা!
বাঁকা চিত্রে বাঁকানো অসাধারন,
সরল রেখায় বক্রতা নয় সাধারন!
ইতিতে সবার দুঃখবোধ বাড়ে,
লেখকের কলমটাই দৃষ্টি কাড়ে!

Add to favorites
513 views