কবিতা:ধৈর্য্যই শক্তিশালী অস্ত্র -
Jannatul Ferdousi
Published on: এপ্রিল 2, 2021
ধৈর্য্যই শক্তিশালী অস্ত্র
জান্নাতুল ফীরদাউসী
ধৈর্য্য অস্ত্রে যুদ্ধ হোক নফসের বিরুদ্ধে!
তাগুতের সব ফাঁদ ভেঙে জয়ী হও যুদ্ধে!
তোমাকে দিয়েছি ক্ষনিকের ছুটি চিরতরে নয়!
আত্মশুদ্ধিতে হৃদয় যেন আরো প্রশস্ত হয়!
ইমান আমল কিছুতেই যেন হ্রাস না, বৃদ্ধি পায়।
মনে রেখো পাওনা জান্নাত তোমার অপেক্ষায় !
আঘাতে শুধু ভাঙেই না বরং নতুন কিছু গড়ে!
যদি সত্যের সাথে সন্ধি করে ,যেতে পারো লড়ে!
মহান স্রষ্টার দান যেমন দুহাত বাড়িয়ে নাও,
তেমনি তার সকল বিধানে আনুগত্য বাড়াও!
তুমি পারবে তোমার আছে সেই হিম্মত!
কারন তুমি প্রিয় নবীর অনুসারী উম্মত!
তোমার চোখে অশ্রুতে আমার হৃদয়ক্ষত হয়!
তোমার জল আমার হৃদয়ে কনক স্রোতে বয়!
সইতে পারি না কিছুই, তবু সয়ে যাই নিরবে সব,
আবদারে তোল্লাই দিলে খোয়া যাবে আমল জব!
ইমানে-আমলে, হিকমাহ ও কৌশলে এগিয়ে যাও!
মরুর তীব্র ক্ষরা শেষে রহমতের শিশিরে সিক্ত হও!

Add to favorites
473 views