কবিতা:পরিনাম -
Jannatul Ferdousi
Published on: এপ্রিল 22, 2021
২১-০৪-২০২১
পরিনাম
#জান্নাতুল_ফীরদাউসী
কামনার নদে ভাসিয়ে প্রমোদতরী নাবিক কোথা চল্লা?
প্রেমের অপবিত্রঘাটে নোঙর করে যেনা ব্যাভিচারে হৈ হল্লা!
রাখো কি খবর হায়াতের বরফ গলছে মৃত্যু আটলান্টিকের বুকে?
তবে কেনো ফেরো না অনুতপ্তজলে ভিজে শীতল ইবাদাতে মসজিদের সুখে?
স্রষ্টার বানী মানতে কিছুটা লাগতে পারে তেতো ও শক্ত।
সাহস করে শুরু করো শান্তির মিঠে রোদে হবে স্রষ্টার খুব ভক্ত।
দুনিয়াটা দুদিনের রঙ্গরসে মাখা জমকালো বাজার,
দম ফুরালে বুঝবে মনা শক্তিটা প্রজার না প্রকৃত রাজার!
কঠিন সে হিসাবের দিনে থাকবে অসহায় যদি আমল নষ্ট হয়,
ফুঁপিয়ে ,চিৎকার করে কাঁদবে সাহায্য থাকবে না সেথা কেউ কারো নয়!
মন্দ সাথীদের জগতে না করলে বর্জন ,
আক্ষেপে আখিরাতে অনুশোচনায় করবে গর্জন!
এসো সেদিন দেখার আগে জ্বলে জ্বলে অঙ্গার হও প্রভুর ভালোবাসার তরে!
দেখবে মৃত্যুর পরে মাটির কবরে নয় আছেো জান্নাতি ঘরে।

Add to favorites
612 views