কবিতা:বিজয়ের অপেক্ষা -
Jannatul Ferdousi
Published on: এপ্রিল 6, 2021
বিজয়ের অপেক্ষা
জান্নাতুল ফীরদাউসী
শীতে ঝড়ে পত্রঝড়া বৃক্ষের পাতা,
রমাদ্বনে ঝড়ে আমাদের গুনাহখাতা!
বছর ঘুরে আবার অপেক্ষায় রমাদ্বন,
হে আল্লাহ একনিষ্ঠভাবে সিয়াম হয় যেন পালন!
সিয়াম পালনের মধুরক্ষণ জুমাবারে,
সাজদায় ডেকে নিও আমায় পরপারে!
দুনিয়া সংকীর্ণ আছি তাই কারাগারে,
মুক্তি দিলে তুমি ফিরবো শান্তির নীড়ে!
হতাশ নই আমি হতাশা নেই আমার,
তবে অসহ্য এখন জালিমের অত্যাচার!
কোরআনের পাখিগুলো ওরা মারে যখন,
মনে হয়ে ছুটিয়ে রোবট মুন্ডুচ্ছেদ করি তখন!
বাড়ছে জালিমের অত্যাচার নিরীহদের মাথায়,
জানি বিজয় আসবে সত্য কালিমার পতাকায়!

Add to favorites
641 views