কবিতা:বিষাদভরা বসন্ত -
Jannatul Ferdousi
Published on: ফেব্রুয়ারী 26, 2021
বিষাদভরা বসন্ত
জান্নাতুল ফীরদাউসী
ফাগুনের আগুনে প্রানবন্ত চারোপাশ!
আমার ভিতরে দাদীহারা শোক বারোমাস।
চলছে বসন্ত ডালে ডালে ফুলের ঢল,
এতো সুবাস ও সুখ তবু চোখে জল!
হাজার মানুষের ভীড়ে আমি ইচ্ছে করে একা,
তোমায় ছাড়া দাদী সবকিছু লাগে খুব ফাঁকা।
দাদী পাগলিটা এখনো ফজরে উঠে হাত বাড়ায়
যেনো টেনে তুলে দাদী তার স্নেহের সবুজ পাড়ায়!
রাতে ঘুমের ঘোরে এখনো তোমায় খুঁজি
ছোট্টবেলা এখনো আমায় ছাড়ে নি বুঝি!
সারা বছর তোমায় হারানোর ব্যাথায় কাঁদে মন,
তবে বসন্ত এলে দগ্ধ হৃদয়ে বহুগুন বাড়ে দহন।
চোখে বরষার বাঁধ ভাঙা প্লাবন থামে না,
মন চৈতি খরায় চৌচির, সেথা বৃষ্টি নামে না।
বিয়োগের বিষাদে ফুল নয়, মন টানে সাদা থান,
আমি মানিয়ে চলি ইবাদাতে পেতে জান্নাতি স্থান।
জন্ম থেকে সতেরোটা বছর ছিলাম তব আদরে,
২০০৭ থেকে চৌদ্দ বছর আমি একা বিশ্ব নগরে।
১১ই মার্চ ধরার বুকে প্রথম তুমিহীন অসহ্য রাত
তুমি মাটির ঘরে আর আমি একই বিছানায় কাত!
বৃহস্পতি থেকে রবিবার আসর ছিলে প্রায় অচেতন
তবু তিলাওয়াতে ব্যস্ত আমি সহ তব সব প্রিয়জন ।
তোমার সাধ হলো পূরণ মৃত্যুকালে কোরআন শ্রবণ আমি পড়তেই থাকলাম তুমি জড়ালে সাদা বসন!
সাদাকায়ে জারিয়া আমি, তিলাওয়াত থামলো না,
গন্তব্যে নিয়ে গেলো তোমায়, শেষ দেখা হলো না।
তুমি যেতে না যেতেই সবাই আমায় ভুলে গেলো
যখন মায়ের মনে পড়লো তখন জানাজা হলো,
আমি মেনে নিলাম ,মানিয়ে নিলাম রবের বিধান
বুকে ধরে তোমার দেয়া ও শেখানো কোরআন !
তাইতো দৃশ্যমান কোরআন খুলে কথা বলি
অদৃশ্য আল্লাহর সাথে মন যা চায় বলি!
কি বলি? কেন বলি? জানতে চেও না !
তুমিহীনা কষ্টের ক্ষত ,কখনো শুকাতে দেই না!
আমার সুন্দর সুশিক্ষা মানে রবের রহম তুমি।
আমিও গড়বো ইংশাআল্লাহ আমলের ভূমি!

Add to favorites
719 views