কবিতা:মারজান -
Jannatul Ferdousi
Published on: জানুয়ারী 9, 2021
লেখা: ১৬-০৫-২০২০
মারজান
জান্নাতুল ফীরদাউসী
মন পিঞ্জরে তোমায় ঘিরে,
ভরে গেছে নূরে নূরে।
হুম থাকছো তুমি বহুদূরে,
না আসলে তুমি খুব কাছে,
মিশে আছো হৃদমাঝারে।
গভীর ভালবাসায় জুড়ে।
প্রতি পলে দেখি তোমারে,
আমার নয়ন জুড়ে।
অনুভব করি এই অন্তরে।
ভেসে যাই সুখ সায়রে।
ডুবে যাই গভীর থেকে গভীরে,
তুলে আনি সেই মারজানটারে,
যেটা থাকে আমায় সদা ঘিরে।
অন্যরকম অনুভূতি মন পায়রে,
যা রব ছাড়া কাউকে বুঝাইনারে।
আমি এখন মনানন্দে,
ভাসি ডুবি মায়ার সাগরে,
ধীরে হাঁটি সে সাগর পাড়ে।
আর মুক্ত বাতাসে মন যায় ভরে।
ভালবাসা এমনই বক্ষপিঞ্জরে,
মায়া রহস্যের আজব খেলা করে।

Add to favorites
462 views