কবিতা:মিঠা নয় নোনার সুগন্ধা -
Jannatul Ferdousi
Published on: এপ্রিল 4, 2021
#মিঠা_নয়_নোনার_সুগন্ধা
জান্নাতুল ফীরদাউসী
নাই বা হলাম প্রচ্ছদশিল্পী কিবা বিখ্যাত কবি!
তবুও একেছি মনের মত একখানা ছবি!
প্রকৃতি যেখানে উত্তাল আমি সেথা বেসামাল,
সুগন্ধার মিষ্টি পানি কেন নোনা হল আজকাল?
প্রকৃতি বদলে প্রাণের সুগন্ধা মিঠা পানিহারা, ঝালকাঠিবাসী নদীর বদলে পাবে সমুদ্রধারা!
সমুদ্র কি হলো তোমার ছুটে এলে কেন ঝালকাঠি?
বিশ্বাস করো নোনা পানি চাই না নদীতে এক লাঠি!
চলে যাও তুমি তোমার বিশাল গন্তব্যে !
কষ্ট নিও না আমার অসহায়ের মন্তব্যে!
ইয়া রব জানি না ঘটছে কি এসব?
তবে তুমি জানো, ভালো করেই জানো সব!
সকল প্রকার প্রাকৃতিক বিপদ থেকে কর মুক্ত,
ঝালকাঠিবাসীকে তোমার হেফাজাতে কর যুক্ত!
আমরাও বহু বাড় বেড়েছি তা তো জানি,
তোমার ইবাদাত ছেড়ে বিনোদনে শয়তানি!
এতদ্বস্বত্তেও করো না আমাদের আক্রমন,
হেদায়াত দিয়ে সবারে মসজিদে করাও গমন!

Add to favorites
596 views