কবিতা:যোগ-বিয়োগ -
Jannatul Ferdousi
Published on: ডিসেম্বর 25, 2020
যোগ-বিয়োগ
জান্নাতুল ফেরদাউসী
পাথারবক্ষে নীলাভ শান্তশীকর,
রক্তিম রবির আগ্নেয় স্পর্শে,
উত্তাল হয়ে পবিত্র প্রাণ সিন্ধুর সন্ধান করে,
সবুজ সভ্যতা গড়ে দিতে ,
সাজদারত একলা নিশীথে ছুটে চলছে সম্মুখে সময়ের স্রোতে ভেসে।
হয়তো কালের প্রসারণ হবে প্রাপ্তি যোগে!
নয়তো সহসা ইতি টেনে বালুচরে মিশে যাবে!
আলিমুল গইবের দীদারের আশে।
প্রাপ্তি কিবা বিয়েগো ফিশফিশিয়ে চারিপাশ
ফ্যাকাশে আলোয় বিস্মিত শান্ত পরিবেশ!
রোদেলা চিকচিকে চকচকে বালুচর,
দিনশেষে চমকানি শেষ!
প্রভাতি শিশির মুক্তদানা হয়ে
ঘাসের ডগায় হাসে,
তপ্তরোদে অদৃশ্য সে দানা নিমিষে!
দিনের অস্তিত্ব প্রভাকার দিন শেষে
শীতল হয়ে সাঝে পলাতক!
সাঝের শুকতারা, রাতের শশীর শোভা,
শ্রীহীন দিবাকালে!
সবই তো নিয়মে সময়ের তালমাটাল খেলা,
এসব মেনে মানিয়ে চলবে জীবন ভেলা,
তাতে অবাক হলে কি চলে?
বিস্ময়ের ভবের হাটে বিস্ময় মেলে রোজ!
তবুও তাসের ঘরে চলে দাসের তৃপ্তির ভোজ!
অলিক কল্পনার আল্পনায় সাজার ব্যস্ততায়,
আত্মার বিলোপে সত্য রবকে বলে নিখোঁজ!
তৃপ্তির ঢেকুর তোলে লুটিতে নদীজল
সাঁতার না জানায় সেখানেই তোলে পটল!
বারযাখে অবশেষে ধরাশায়ী বাতিলের দল,
মুক্তির পথ খোঁজে অসময়ে পাপিষ্ঠ ভৃত্যদল।
মুক্তি সে তো শক্তি, ইহকাল থেকে নিতে হয়!
পরকালে জমাহিসাবেই প্রাপ্তি হয় শান্তিময়।

Add to favorites
494 views