কবিতা:শূন্য -
Jannatul Ferdousi
Published on: জুন 4, 2021
শূন্য
#জান্নাতুল_ফীরদাউসী
দৃশ্যে-অদৃশ্য মিলেমিশে শূন্যের বাহাদূরী,
অস্তিত্বহীনের স্বপ্ন বুনতে অস্তিত্বের নেই জুড়ি!
শূন্য থেকে মহাশূন্যে বাড়িয়ে আছি দুহাত,
সাজদায় লুটানো আমি অতি তুচ্ছ নারীজাত!
কল্পলোকে আমি ভাসমান প্রমোদতরী,
বাস্তবে তাই ডুবন্ত সাবমেরিন স্রোতে সন্ধি করি!
চোখের জলের নোনা স্রোত সাধু জলে মুছি,
ক্যানভাসে আঁকা রঙরাঙা শোক রঙ তুলিতে মুছি!
একহৃদয় নীল সায়র বিলুপ্ত অধোর পুষ্পের হাসিতে,
পাওয়া না পাওয়ার হিসেব শূন্য গানিতিক এক রাশিতে!

Add to favorites
1,318 views