কবিতা:সত্যের সন্ধানে -
Jannatul Ferdousi
Published on: এপ্রিল 20, 2021
সত্যের সন্ধানে
#জান্নাতুল_ফীরদাউসী
ভেবেছি ভাবনায় সত্যের পাথার,
জীবনটাতো সংক্ষিপ্ত এক পাতার।
তবু কেন মনে হিংসা-বিদ্বেষের দোল?
চেতনা থাকতেই মন দ্বার খোল।
যেদিকে তাকাও কত মানুষের ভীড়,
তবু তুমি একা নিশ্চুপ পেয়ে কবর নীড়।
সত্যচেতনার দ্বারে দিওনা শক্ত খিল,
মিথ্যার আঁধারে ডুবে পাবে শাস্তির নীল।
যত খেলা খেলো তুমি ক্ষমতার জোরে,
সব খেলা থেমে যাবে পরলে মৃত্যুর খপ্পরে।
মৃত্যু যে অমোঘ সত্য মানে তা সবে,
তবুও যে বেঁহুশ রঙ্গমেলায়,হুঁশ ফিরবে কবে?
জগতে যদি চেনো পরম স্রষ্টারে,
আখিরাতে শান্তি পাবে তার দীদারে।
চলো সবে মিলে গড়ি শান্তির সমাজ,
যেখানে অশান্তি বিলোপে ইবাদাত হোক কাজ।

Add to favorites
483 views