কবিতা: আত্মার জেল -
Jannatul Ferdousi
Published on: জানুয়ারী 21, 2021
আত্মার জেল
জান্নাতুল ফীরদাউসী
মরুর বুকে বালুঝড়ের তান্ডব খেল!
মর্তের বুকে তৃষিত আত্মার জেল!
প্রমত্তা পদ্মায় জোয়ার-ভাটার টান!
অতলে আগ্নেয়গিরির দহন স্রষ্টার দান!
কত মাঝি মাল্লা,
চলে দাড় টানা পাল্লা।
হাতে হাত সোনালী জগৎ,
অঘটনে কুয়াশাঘেরা শরৎ।
হেমন্তে হেমন্তে বসন্ত ছাপ,
সময়ে বিলুপ্ত আত্মার চাপ।
দোঁলনচাপা বসনে চিরবিদায়,
মুক্তির সুখে ধরিত্রী কাঁদায়!

Add to favorites
581 views