কবিতা : আর্তনাদ ## লেখা: মিনা -
Kolpona mina
Published on: সেপ্টেম্বর 20, 2019
রাত যতো গভীর হয়
বুকের ভেতর চাপা কষ্ট গুলো,
চোখের পানি হয়ে গড়িয়ে পড়ে বালিশে,
মনের ভেতর শুধু স্থান পায় নীরব আর্তনাদ।
কখনো এই আর্তনাদ জায়গা পায়-
কোন এক বিকেলের কোলাহলে,
কোন এক গোধূলি লগনের সূর্যাস্তের সময়,
কখনোও গভীর রাতের নীরব নির্জনতায়।
সারাদিনের ব্যস্ততা শেষে,
নিস্তেজ দেহ যখন এলিয়ে দেই বিছানায়,
তখন বোবা আর্তনাদ চিৎকার করে উঠতে চায়,
তখনই স্মৃতিপটে ভেসে ওঠে,
জীবন থেকে হারিয়ে যাওয়া
সুন্দর কিছু মুহূর্ত, কিছু প্রিয় মানুষের মুখ,
যা আজ আর্তনাদ হয়ে ঝরে পড়ে।
বেঁচে থাকার জন্য আর্তনাদ,
ভালোবাসার জন্য আর্তনাদ,
হারিয়ে যাওয়া প্রিয়জনদের জন্য আর্তনাদ,
হায়!হারিয়ে গেছে মায়ার বাঁধন,
থেমে গেছে হাঁসি ।
চিৎকার করে বলতে ইচ্ছে করে,
তোকে আজও ভালোবাসি।
আগের মতো আর ভালোবাসা নেই,
মায়ের মুখে হাঁসি নেই,
চোখে আনন্দের অশ্রু নেই,
গোধূলি লগনের সৌন্দর্য দেখার মন নেই ।
আছে শুধু বিষণ্ণতা,
রাতের গভীরতায় চিৎকার করে উঠা বোবা আর্তনাদ।

Add to favorites
925 views