কবিতা: প্রসূনের স্বপ্ন -
Jannatul Ferdousi
Published on: জানুয়ারী 9, 2021
লেখা:০৮-০৬-২০২০
প্রসূনের স্বপ্ন
জান্নাতুল ফীরদাউসী
জানো কি তুমি?
সাদা ঐ ফুলটা ,
শুভ্রহাসিতে কেড়েছে আমার মনটা।
সাদা ফুল দেখলেই আমায় খুব টানে,
ছিড়বো বলে নয় ,
নয়নের তৃষা মেটাবো বলে।
সাদা পোশাকেই তাই,
সবুজের হালকা ছোঁয়া দিয়ে,
তোমার ঘরে আপন করে আমায় নিও।
সাদা পোশাকেই নিজ হাতে,
সাজিয়ে গুছিয়ে কবর দিও।
শেষ গোসল দিও তোমারই হাতে,
নয়নের জলস্রোত একটু দমিয়ে,
জানাজার ইমাম থেকো,
নয়নের বাঁধভাঙা প্রবলস্রোতে রবকে ডেকে,
হাতে তুলে দিও আমায় তব দোয়ায়।
নিজ হাতে মাটির ঘর করো ভালবাসায়,
সেখানেই শেষ ঘুমে তোমার ছোঁয়ায়,
রেখো আমায় তব মায়ার বাঁধনে,
মৃত্তিকার বুকে রেখে আমায় একা,
তুমি এসে দাড়িয়ে জায়নামাজে,
আমার জন্য সালাতে যেও রবের দরবারে,
খুব করে দোয়া করো,
যেন শান্তিতে ঘুমাতে পারি,
তোমায় ছেড়ে একলা একা ঘরে।
জান্নাতে আবার যেন সে,
মিলনের সুখে দেয় তোমারে।
ভালোবাসি খুব ভালোবাসি তোমায়,
রবের দেয়া মায়া পিঞ্জরে রেখে,
কোরআন সুন্নাহর বিধান মেনে।
এসো প্রিয় সময়মত ফিরে,
আমি ওখানেও থাকবো,
তোমারই ভালোবাসার অপেক্ষা করে,
যা দিয়েছেন প্রভু ভালবেসে মোরে।
তুমিও ভালো থেকো,
ইবাদাতে মশগুল থেকো,
জান্নাতি ঘর পেতে উপহার,
যা সারাজীবনের স্বপ্ন তোমার আমার।

Add to favorites
550 views