কবিতা: ভাষা -
Jannatul Ferdousi
Published on: ফেব্রুয়ারী 16, 2021
লেখা: ০১-০৬-২০২০
ভাষা
জান্নাতুল ফীরদাউসী
ভাষাই চরিত্রের কথা কয়,
ভাষায়ই থাকে, মান অপমান।
ভাষা তাই মধুময় ও বিষাক্ত,
যা দিয়ে রুচির প্রকাশ হয় ভাসমান।
যাদের ভাষা সিজনে সুন্দর,
শুনতে লাগে জ্ঞানীর মতন।
ক্রোধে তাদের ভাষা যদি,
হয় বিষাক্ত ও শ্রীহীন।
তারা সনদধারী হতে পারে,
কিন্তু আমি বলি কান্ডজ্ঞানহীন।
তাদের জন্য আমার ,
নিরব ও প্রকাশ্য ঘৃণা চিরদিন।
হোক সে আমার খুব,
কাছের আত্মীয় স্বজন।
তবুও তাকে আমি,
প্রচন্ড ঘৃণায় করি বর্জন।
রাগের প্রকাশ শ্রীহীন ভাষায়,
মুখোশ খুলে চরিত্রদোষ হয় প্রমাণ।
অশ্লীল ভাষাবিদ ও বিশৃঙ্খলাকারী,
আল্লাহর অপছন্দ তাই করবেন দমন।
সুন্দর ভাষায় সমৃদ্ধ হোক,
শব্দভান্ডার যা রবে অম্লাণ।
বিশ্বসংসারে সুন্দরের ভাষায়,
পরিধেয় হোক আপন বসন।
কল্যাণের ভাষা ছড়িয়ে পড়ুক,
প্রান্ত থেকে প্রান্তরে সীমাহীন।
মানুষ,ফেরেশতা ও স্রষ্টার থেকে,
কুড়িয়ে নিও প্রাপ্য ও পাওনা সম্মান।

Add to favorites
523 views